নন্দীগ্রামে ৭ জুয়াড়ি গ্রেপ্তার
প্রকাশ : 2021-04-21 15:52:32১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে ৭ জুয়াড়ি গ্রেপ্তার হয়েছে। থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলামের নির্দেশনায় থানার এসআই রেজাউল করিম ও চাঁন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ২০ এপ্রিল দিবাগত রাতে উপজেলার বুড়ইল ইউনিয়নের কামুল্যা সরকারপাড়ার একটি বাড়িতে জুয়া খেলার সময় ৭ জুয়াড়িকে গ্রেপ্তার করে। সেখান থেকে নগদ টাকাসহ জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বুড়ইল ইউনিয়নের পোতা গ্রামের আয়নাল হকের ছেলে আব্দুল মজিদ (৩৫), রাম প্রসাদের ছেলে রণজিৎ কুমার (২৫), শীমন্ত চন্দ্রের ছেলে বাদল চন্দ্র (২৮), মকবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৪০), আব্দুল মজিদের ছেলে আব্দুর রহমান (৩০), সিংজানি গ্রামের সুভাষ চন্দ্রের ছেলে সম্পদ চন্দ্র (৩৫) ও কামুল্যা গ্রামের নজরুল ইসলামের ছেলে শামীম হোসেন (২৮)। ২১ এপ্রিল থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে। থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।