নন্দীগ্রামে ৫টি খড়ের পালায় অগ্নিসংযোগ
প্রকাশ : 2022-03-09 19:59:04১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে ৫টি খড়ের পালায় অগ্নিসংযোগের ঘটনায় লক্ষাধিক টাকামূল্যের গোখাদ্য আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। মঙ্গলবার (৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২ টারদিকে উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের মুরারীদিঘী গ্রামের মৃত কাবিল উদ্দিন মন্ডলের ছেলে কফিল উদ্দিন মন্ডলের বাড়ির সামনে তার ৫টি খড়ের পালায় শত্রুতামূলক কেবাকাহারা অগ্নিসংযোগ করে। পরে বাড়ির লোকজন অগ্নিসংযোগের ঘটনা টেরপেয়ে গ্রামের লোকজনকে ডাকাডাকি শুরু করে। এরপর গ্রামের লোকজন এগিয়ে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কফিল উদ্দিন পরিবারের সদস্যরা জানিয়েছে, যাদের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছে তারাই বিভিন্ন সময় নানাভাবে আমাদের ক্ষতি করার জন্য হুমকি প্রদর্শন করে থাকে। এরাই খড়ের পালায় অগ্নিসংযোগ করেছে। স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, রাত আনুমানিক ৩ টারদিকে গ্রাম পুলিশ অগ্নিসংযোগের বিষয়টি আমাকে জানিয়েছে। তবে কারা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে তা আমি নিশ্চিত নই।