নন্দীগ্রামে ৪ জুয়াড়ি গ্রেপ্তার
প্রকাশ : 2021-05-22 19:13:14১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে ৪ জুয়াড়ি গ্রেপ্তার হয়েছে। থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলামের নির্দেশনায় থানার এসআই চাঁন মিয়া ও এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ২২ মে দুপুরে নন্দীগ্রাম পৌরসভার ১নং ওয়ার্ডের কালিকাপুর গ্রামে জুয়াখেলার সময় কালিকাপুর গ্রামের মৃত সমশের আলীর ছেলে আসাদুল হক (৪৫), শাহ আলমের ছেলে জনাব আলী (২৮), সেকেন্দার আলীর ছেলে ফিরোজ আহমেদ ভুটান (৪৫) ও মৃত মোহাম্মদ আলীর ছেলে রতন আলী (৩৫) কে গ্রেপ্তার করে ।
পুলিশ সেখান থেকে নগদ টাকা ও জুয়াখেলার সরঞ্জামাদি উদ্ধার করেছে। এ বিষয়ে থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করে। পরে থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।