নন্দীগ্রামে ২০ শয্যা হাসপাতালের আলট্রাসনোগ্রাফি মেশিন ক্রয়ের অনুদান দিলেন এমপি মোশারফ হোসেন
প্রকাশ : 2022-05-31 15:43:11১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রাম সদরের ২০ শয্যা হাসপাতালের আলট্রাসনোগ্রাফি মেশিন ক্রয়ের জন্য বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন সরকারি ৩ লাখ টাকা অনুদান প্রদান করেছেন। মঙ্গলবার (৩১ মে) বেলা ১ টায় তিনি এ অনুদান প্রদান করেন। সেসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, উপজেলা প্রকৌশলী শাহনেওয়াজ, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার ও সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন প্রমুখ। বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, এলাকাবাসীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি আমার আন্তরিক সহযোগিতা অব্যাহত রয়েছে এবং থাকবে।