নন্দীগ্রামে হাইওয়ে পুলিশ-সেনাবাহিনীর যৌথ অভিযানে যানবাহনের চালকের নামে মামলা
প্রকাশ : 2026-01-25 12:54:32১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে বিশেষ অভিযানে ৭টি যানবাহনের চালকের নামে মামলা দেওয়া হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে নন্দীগ্রামের দামগাড়া এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এ যৌথ অভিযানে কাগজপত্র না থাকা, অতিরিক্ত যাত্রীবহন, হেলমেট ব্যবহার না করা, যানবাহনের ফিটনেস এবং চালকের লাইসেন্স সংক্রান্ত অনিয়মসহ নানা অভিযোগে ১টি বাস, ১টি কাভার্টভ্যান ও ৫টি মটরসাইকেল চালকের নামে মামলা দেওয়া হয়েছে। এ যৌথ অভিযানে অংশ নেন নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর ৪০ বীর নন্দীগ্রাম ক্যাম্পের একটি টহল দল।
এতথ্য নিশ্চিত করেন কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে। এক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। স্থানীয় পথচারীরা জানান, এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমে আসবে।
কা/আ