নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় ভটভটি চালক নিহত, আহত ৪
প্রকাশ : 2025-10-02 19:22:06১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

বগুড়ার নন্দীগ্রামে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে শাহীন আলম (৪৫) নামে এক ভটভটি চালক নিহত হয়েছে। এ ঘটনায় আরো চারজন গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে ওমরপুর-তালোড়া সড়কের আগাপুর এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন আলম নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পাঠান মির্জাপুর গ্রামের রেজাউল করিমের ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন, একই গ্রামের পিন্টু, নিশিন্দারা গ্রামের আব্দুল জলিল, ধাওয়াস গ্রামের আব্দুল কুদ্দুস ও মোকাব্বর হোসেন। স্থানীয়রা জানান, সকালে শাহীন আলমসহ চারজন গরু ব্যবসায়ী ভটভটি যোগে দুপচাঁচিয়া উপজেলার ধাপেরহাটের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে আগাপুর এলাকায় পৌঁছালে একটি কালভাটের সামনে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় ভটভটি চালক শাহীন আলম। গুরুতর আহত চারজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। এ দুর্ঘটনায় প্রাণ হারানো শাহীন আলম ছিলেন ওই পরিবারের একমাত্র উপার্জনের উৎস। তার অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় ভটভটি চালক নিহত এবং আরো চারজন গুরুতর আহত হয়েছে। নিহতের পরিবার কোনো অভিযোগ না করায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দাফন সম্পন্ন হয়েছে।