নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

প্রকাশ : 2023-03-20 15:42:10১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় এক ট্রাক চালক নিহত হয়েছে। সোমবার (২০ মার্চ) ভোরে নন্দীগ্রাম উপজেলার কাথম এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় চালক আশরাফ আলী ঘটনাস্থলেই নিহত হয়। 

আহত হয়েছে ট্রাকের হেলপার টুটুল মিয়া। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ট্রাক চালক আশরাফ আলী (৪০) যশোর জেলার মণিরামপুরের বাসিন্দা।

কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।