নন্দীগ্রামে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  

প্রকাশ : 2022-07-27 19:46:34১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত    

বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৭ জুলাই) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। দুপুর ১২ টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজের স ালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়ার জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এসএম শাহিন, সহসম্পাদক মিনহাজুল হক ও জাকিরুল ইসলাম মুরাদ প্রমুখ।