নন্দীগ্রামে সূর্যমুখী ফসলের মাঠ দিবস
প্রকাশ : 2022-03-28 19:19:44১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সূর্যমুখী ফসলের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম মাঠে উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু’র সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার আখেরুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য্য, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নজরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা শাহাদত হোসেন ও কৃষক আফজাল হোসেন প্রমুখ। এ বছর নন্দীগ্রামে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় চাষ হয়েছে সূর্যমুখী ফসলের। স্বাস্থ্যকর তেল হিসেবে পরিচিত রয়েছে সূর্যমুখীর। প্রতিবছর ভোজ্য তেল আমদানীতে ব্যাপক অর্থ ব্যয় করতে হয়। বক্তারা আমদানী নির্ভরতা কমাতে তেল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে নানা দিক তুলে ধরেন। মাঠ দিবসে শতাধিক কৃষক-কৃষাণীরা উপস্থি ছিলেন।