নন্দীগ্রামে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ : 2022-09-15 19:44:57১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নন্দীগ্রাম পৌরসভার আয়োজনে নন্দীগ্রাম পৌরসভার ধানসিঁড়ি সভাকক্ষে মেয়র আনিছুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শফিউল আলম ছবি, তীর্থ সলিল রুদ্র, নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন বকুল, বিশিষ্ট ব্যবসায়ী মোখলেছার রহমান ও ইমাম মাও. আব্দুল মোমিন প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল বাতেন।