নন্দীগ্রামে সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনের ঈদ শুভেচ্ছা বিনিময় 

প্রকাশ : 2025-04-02 10:47:18১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনের ঈদ শুভেচ্ছা বিনিময় 

বগুড়ার নন্দীগ্রামে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। তিনি মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। 

সেসময় তার সাথে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, পৌর যুব দলের আহ্বায়ক গোলাম রব্বানী, উপজেলা ছাত্র দলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্র দলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নূর নবীসহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও তিনি বিভিন্নস্থানে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।