নন্দীগ্রামে সহকারী প্রকৌশলীর কার্যালয় নির্মাণ কাজ উদ্বোধন
প্রকাশ : 2022-10-19 19:17:05১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বগুড়ার নন্দীগ্রামে সহকারী প্রকৌশলীর কার্যালয় নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) দুপুরে এ নির্মাণ কাজ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। সেসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপসহকারী প্রকৌশলী নাজমুল হোসাইন ও ঠিকাদারের প্রতিনিধি আব্দুল মতিন প্রমুখ।