নন্দীগ্রামে সরকারি পুকুরের লিজ বাতিল ও মসজিদের নামে ফিরিয়ে দেয়ার দাবিতে মানববন্ধন
প্রকাশ : 2025-09-24 14:33:18১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের দমদমা গ্রামে আওয়ামীলীগ নেতা লুৎফর রহমানের নানা অপকর্ম ও দুর্নীতির প্রতিবাদে এবং দমদমা মৌজার ১২৯ দাগের ৮৭ শতাংশ পরিমাণের সরকারি খাস পুকুর লিজ বাতিল করে দমদমা জামে মসজিদের নামে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দমদমা গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন আগে থেকেই উক্ত সরকারি খাস পুকুরটি দমদমা জামে মসজিদ কমিটি মাছ চাষ করতো। মাছ চাষ থেকে আয়ের অর্থদ্বারা দমদমা জামে মসজিদের উন্নয়ন, সংস্কার ও অন্যান্য খরচ করা হতো। এতে দমদমা জামে মসজিদ কমিটি স্বস্তির সঙ্গে মসজিদ পরিচালনা করে আসছিলেন কিন্তু আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান ক্ষমতার প্রভাব খাটিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হতে পুকুরটি নিজের নামে লিজ নেন। গ্রামবাসী বারবার অনুরোধ করলেও তিনি পুকুরটি দমদমা জামে মসজিদের নামে ফিরিয়ে দেননি। বরং গ্রামবাসীকে নানাভাবে হয়রানি ও হুমকি দিয়ে থাকে। বক্তারা আরো বলেন, দমদমা জামে মসজিদের স্বার্থ বিরোধীভাবে পুকুরটি তিনি লিজ গ্রহণ করেছে। এ অন্যায় আমরা মেনে নেবো না। অবিলম্বে তার নামে লিজ বাতিল করে দমদমা জামে মসজিদের নামে ফিরিয়ে দিতে হবে। অন্যথায় আরো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এতে বক্তব্য রাখেন দমদমা জামে মসজিদ কমিটির সভাপতি সুকবর আলী, সাধারণ সম্পাদক রেজাউল করিম মন্ডল, ক্যাশিয়ার মাস্টার আশরাফুল হক, গ্রামবাসী খোরশেদ আলম, জিয়াউর রহমান ও তবিবর রহমান প্রমুখ। উক্ত মানববন্ধনে শতাধিক গ্রামবাসী অংশ নেন এবং দ্রুত স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে ভাটরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যন মাহাবুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হবে।
কা/আ