নন্দীগ্রামে সন্ধ্যায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত এক

প্রকাশ : 2025-08-18 19:12:06১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে সন্ধ্যায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত এক

বগুড়ার নন্দীগ্রামে পৃথক সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কাথম এলাকায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক মোরশেদুল বারী (৪০) গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পাবনা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছিলে বিপরীতদিক থেকে আসা একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশা চালক গুরতর আহত হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নন্দীগ্রাম স্টেশনের সদস্য এবং স্থানীয়দের সহযোগিতায় আহত অটোরিকশা চালককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে রাত সাড়ে ১০টার দিকে বগুড়া- নাটোর মহাসড়কের নন্দীগ্রাম সেলিনা ফিলিং স্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে হেলপার ফরহাদ হোসেন (৩৮) গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নন্দীগ্রাম স্টেশনের সদস্য এবং স্থানীয়দের সহযোগিতায় আহত হেলপারকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পিছনে আরেকটি ট্রাক ধাক্কা দেয় এতে পিছনের ট্রাকের হেলপার ফরহাদ হোসেন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছে। 

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনা দুটি ঘটেছে। বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে আহত অটোরিকশা চালক মোরশেদুল বারী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। অন্যদিকে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত ফরহাদ হোসেনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভার্তি করা হয়েছে এবং পৃথক দুটি দুর্ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া  হয়েছে।