নন্দীগ্রামে সতীশ চন্দ্র কারিগরি স্কুল এন্ড বিএম কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রকাশ : 2024-02-13 19:15:30১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে সতীশ চন্দ্র কারিগরি স্কুল এন্ড বিএম কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বগুড়ার নন্দীগ্রাম পৌর শহরের গুন্দইল গ্রামে সতীশ চন্দ্র কারিগরি স্কুল এন্ড বিএম কলেজে ২০২৪ সালের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সতীশ চন্দ্র কারিগরি স্কুল এন্ড বিএম কলেজ চত্বরে অধ্যক্ষ পরিতোষ চন্দ্র সরকারের সভাপতিত্বে ও প্রভাষক জাকারিয়া লিটনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক বাহার উদ্দিন, প্রভাষক অলিপ কুমার, শিক্ষক আলমগীর হোসেন, পীযূষ কুমার, প্রতাপ চন্দ্র সরকার, এমএ সায়েম, নাজমুল হোসেন ও জেসমিন আকতার প্রমুখ। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।