নন্দীগ্রামে রহস্যজনকভাবে মহিষ ও পিকআপ উদ্ধার

প্রকাশ : 2025-11-01 10:58:09১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে রহস্যজনকভাবে মহিষ ও পিকআপ উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে রহস্যজনকভাবে একটি মহিষ ও পিকআপ উদ্ধার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। তবে মহিষ ও পিকআপটি চোরাই কিনা সেই বিষয়ে তদন্ত চলছে। ঘটনার পর থেকে পিকআপ চালক ও সহযোগীরা পলাতক রয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে নাটোরের দিক থেকে পিকআপে করে একটি মহিষ নিয়ে নন্দীগ্রামের দিকে আসছিলো কয়েকজন ব্যক্তি। নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সিঙ্গার শোরুমের সামনে পিকআপটি হঠাৎ বন্ধ হয়ে যায়। চালক বারবার চেষ্টা করেও পিকআপটি চালু করতে ব্যর্থ হন। এর একপর্যায়ে স্থানীয়রা বিষয়টি সন্দেহজনক মনে করে এগিয়ে গেলে চালক ও সহযোগীরা দ্রুত মহিষ ও পিকআপ রেখে পালিয়ে যায়। খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিষ ও পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন বলেন, নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি মহিষ ও পিকআপ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। বিষয়টির রহস্য উদঘাটনে তদন্ত চলছে।