নন্দীগ্রামে রণবাঘা হাটের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন
প্রকাশ : 2021-05-24 13:34:57১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে রণবাঘা হাটের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ৩৩ লাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে উপজেলার রণবাঘা হাট-বাজার ইজারা প্রদান করায় চলমান কর্মসূচির অংশ হিসেবে ২৪ মে বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম শেখ, সাংগঠনিক সম্পাদক স্বপন চন্দ্র মহন্ত, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন, আওয়ামী লীগ নেতা শাহজাহান আলী সাজু, আনন্দ কুমার, আব্দুর রাজ্জাক, রাকিবুল হাসান রাজ্জাক, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এমআর জামান রাসেল, সদস্য মোফাজ্জল বারী, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক এনামুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, উপজেলা তাঁতী লীগের সভাপতি আবু নোমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদ, সাধারণ সম্পাদক শুভ আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজিব প্রমুখ। বক্তাগণ অবিলম্বে রণবাঘা হাট-বাজারের ইজারা বাতিলের দাবি জানান। সেই সাথে ২৫ মে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।