নন্দীগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত
প্রকাশ : 2022-05-31 15:40:53১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ওয়ার্ড যুবলীগের সহসভাপতি আব্দুল মজিদ (৩২) নিহত হয়েছে। তিনি নন্দীগ্রাম ইউনিয়নের কৈগাড়ী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। নন্দীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মখলেছুর রহমান মিন্টু বলেন, সোমবার বেলা ১২ টারদিকে আব্দুল মজিদ বাড়ি থেকে রণবাঘা বাজারে আসার পথে বগুড়া-নাটোর মহাসড়কে উঠার সময় তার মোটরসাইকেলের সাথে একটি ট্রাকের ধাক্কা লাগে। এতে সে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু ঘটে। কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর খবর শুনেছি। মামলা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রাত ৯ টায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।