নন্দীগ্রামে মালিকানা সম্পত্তি পাল্টা দখল চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে 

প্রকাশ : 2025-08-09 12:19:04১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে মালিকানা সম্পত্তি পাল্টা দখল চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে 

বগুড়ার নন্দীগ্রামে মালিকানা সম্পত্তি পাল্টা দখল চেষ্টার অভিযোগ এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের খেংশহর মৌজার সাবেক ৩১৩, হাল ৬৮৩ দাগের ১৪ শতক সম্পত্তির পৈত্রিক সূত্রে মালিক খেংশহর গ্রামের মৃত তমিজ উদ্দিন সরদারের ছেলে কামাল হোসেন সরদার। তিনি তার মালিকানা সম্পত্তিতে ২০১৮ সালে মার্কেট নির্মাণ করতে লাগলে খেংশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলীসহ কতিপয় ব্যক্তি বাঁধা সৃষ্টি করে। এরপর প্রধান শিক্ষক সেকেন্দার আলী বাদী হয়ে কামাল হোসেন সরদারকে বিবাদী করে নন্দীগ্রাম সহকারী জজ আদালতে ৯/১৮ অন্য মামলা দায়ের করেন। সেই মামলায় কামাল হোসেন সরদার রায় লাভ করে। তারপর প্রধান শিক্ষক সেকেন্দার আলী যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতে ওই রায়ের বিরুদ্ধে ৭২/২১ অন্য আপিল মামলা দায়ের করলে সেই আপিল মামলাটি শুনানি আন্তে খারিজ হয়ে যায়। এতে বিবাদী কামাল হোসেন সরদার পুনরায় রায় লাভ করেন। 

দীর্ঘদিন মামলা চালিয়ে আদালতের রায় পেয়ে কামাল হোসেন সরদার গত ১ আগস্ট তার মালিকানা সম্পত্তি সংরক্ষণের জন্য নেট দিয়ে বেড়া দেন। তারপর প্রধান শিক্ষক সেকেন্দার আলী উক্ত সম্পত্তি খেংশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্পত্তি দাবি করে গত ৭ আগস্ট খেংশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের দিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। 

এ বিষয়ে প্রধান শিক্ষক সেকেন্দার আলী জানান, এই সম্পত্তি স্কুলের এবং আদালতে মামলা চলমান রয়েছে। আর বিবাদী কামাল হোসেন সরদার যদি আদালতের রায় পায় তাহলে তার জায়গা বুঝে নিবে। 

কামাল হোসেন সরদার জানান, এই সম্পত্তি আমার মালিকানা। তাই আদালত আমার পক্ষে রায় দিয়েছে। প্রধান শিক্ষক সেকেন্দার আলী আমার মালিকানা সম্পত্তি পাল্টা দখলের চেষ্টা করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের দিয়ে মানববন্ধন করিয়েছে। যা করা একেবারেই ঠিক হয়নি। তার উচিৎ ছিলো আদালতের রায়কে সম্মান জানানো।