নন্দীগ্রামে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ : 2026-01-20 19:17:11১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংজানী মাঠে উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হকের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলামের সঞ্চালনায় উক্ত মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক কৃষিবিদ সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা কৃষিবিদ মশিদুল হক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশিকুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা খাদেমুল ইসলাম, শাহারুল ইসলাম, নাজমুল হক, সুজন কুমার, আব্দুস সালাম ও শাহাদত হোসেন প্রমুখ। সেসময় এলাকার কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।