নন্দীগ্রামে মহান মে দিবস পালিত
প্রকাশ : 2024-05-02 21:57:41১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার (১ মে) বেলা আড়াইটায় নন্দীগ্রাম উপজেলা কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সংগঠনের কার্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে নন্দীগ্রাম উপজেলা কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত ও মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সহসভাপতি রজব আলী, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান ও কোষাধ্যক্ষ আবু রায়হান প্রমুখ।