নন্দীগ্রামে মনছুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 

প্রকাশ : 2026-01-03 17:16:05১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে মনছুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 

বগুড়ার নন্দীগ্রামে মনছুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

সেসময় উপস্থিত ছিলেন মনছুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালের ডেন্টাল ইউনিটের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. শাইখ আহম্মেদ রিংকু, গাবতলী সরকারী কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আমিনুল ইসলাম, আনছার-হোসনে আরা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক গোলাম রব্বানী, ডা. হুমায়ুন কবির, ডা. বায়েজিদ হোসেন, প্রভাষক জাকারিয়া লিটন, প্রভাষক আব্দুর রউফ উজ্জল, সাবেক প্রধান শিক্ষক খালেছুর রহমান, প্রভাষক জিয়াউর রহমান, সহকারী শিক্ষক আবু শাহীন ও আলমগীর হোসেন প্রমুখ।

উল্লেখ্য, মনছুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে ১জন ট্যালেন্টপুল ও ৪জন সাধারণ গ্রেডসহ মোট ৫জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। মনছুর রহমান ও জায়েদা বেগম দম্পতির কনিষ্টপুত্র ডা. শাইখ আহম্মেদ রিংকু বলেন, বাবা-মায়ের স্মৃতি ধারণ করার লক্ষ্যেই আমরা এই শিক্ষাবৃত্তির ধারাবাহিকতা রক্ষা করতে চাই এবং নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের আলোকিত করতে আমাদের এ প্রয়াস অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।