নন্দীগ্রামে ভেজাল সার বিক্রয় করার অপরাধে সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
প্রকাশ : 2025-03-12 16:05:54১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

বগুড়ার নন্দীগ্রামে ভেজাল সার বিক্রয় করার অপরাধে এক সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে নন্দীগ্রাম ইউনিয়নের রণবাঘা বাজারে মেসার্স অশোক ট্রেডার্সে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভেজাল সার বিক্রয় করার অপরাধে সার ব্যবস্থাপনা আইনে সার ব্যবসায়ী অশোক প্রসাদ (৫২) কে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শর্মিলী ইসলাম। সেসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্রাচার্য্য, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশিকুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম প্রমুখ।
এ তথ্য নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক বলেন, ভেজাল সার ও কীটনাশক আমদানি করে কৃষকদের নিকট বিক্রয় করে কৃষকদের সাথে প্রতারণা করলে সেই সার ও কীটনাশক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।