নন্দীগ্রামে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
প্রকাশ : 2025-03-12 16:09:39১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

আগামী ১৫মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. লায়লা আঞ্জুমান বানু, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম শফিকুর রহমান সজীব, মেডিকেল টেকনোলজিস্ট মিজানুর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর জামিল উদ্দিন খন্দকার, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান ও স্বাস্থ্য পরিদর্শক শাহানাজ পারভীন প্রমুখ।এ উপজেলায় আগামী ১৫মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস হতে ৫৯ মাস বয়সের লাল ক্যাপসুল ১৯২০০ ও নীল ক্যাপসুল ২৩৫০ জন শিশুদের খাওয়ানো হবে।