নন্দীগ্রামে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা
প্রকাশ : 2021-12-09 15:36:35১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

বগুড়ার নন্দীগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে জুনিয়র কনসালটেন্ট ডা.সামিউল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন, মেডিকেল অফিসার ডা. মুশফিকুর রহমান, থানার ইন্সপেক্টর (তদন্ত) আশরাফুল আলম ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ। এ সভায় ১১-১৪ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।