নন্দীগ্রামে ভাঙা কালভার্ট দিয়ে ঝুঁকিপূর্ণ চলাচল 

প্রকাশ : 2025-02-08 18:35:00১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে ভাঙা কালভার্ট দিয়ে ঝুঁকিপূর্ণ চলাচল 

 বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম-ধুন্দার সড়কের একটি কালভার্ট ভেঙে গেছে। প্রায় এক বছর আগে কালভার্টের একটি অংশ ভেঙে গেলেও এখন পর্যন্ত তা সংস্কার করা হয়নি। এতে বিপাকে পড়েছে ওই সড়ক দিয়ে চলাচল করা শতশত মানুষ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, দাসগ্রাম-ধুন্দার সড়কের দাসগ্রাম নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে আনুমানিক ৫০০ মিটার দূরেই ওই কালভার্ট। কালভার্টটির একটি অংশ ভেঙে ভেতরের রড বের হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত অংশের ভেতরে স্থানীয়রা বিপদ সংকেত হিসেবে গাছের ডাল ও আবর্জনা দিয়ে রেখেছে।

অটোরিকশা চালক শহিদুল ইসলাম বলেন, এই রাস্তা দিয়ে আমাদের অনেক বার যাওয়া-আসা করতে হয়। ছোট ছোট গাড়ি ঝুঁকি নিয়ে চলাচল করলেও বড় কোনো গাড়ি এ রাস্তায় চলতে পাড়ছে না। খুব ঝুঁকি নিয়েই গাড়ি নিয়ে যাওয়া-আসা করছি আমরা। যেকোনো সময় বড়ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, দাসগ্রাম-ধুন্দার সড়কের কালভার্টটি ভেঙে যানবাহন চলাচলের অসুবিধা হচ্ছে। এলজিইডি অফিসে যোগাযোগ করা হয়েছে। বাজেট পাস হলেই আমরা মেরামতের কাজ করবো।

উপজেলা প্রকৌশলী আবু তালিম বলেন, আমরা কালভার্টটি দেখে এসেছি। খুব তারাতাড়ি ওই কালভার্টের কাজ করা হবে।