নন্দীগ্রামে ভাইয়ের হাতে ভাই খুন

প্রকাশ : 2022-04-09 19:09:33১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে ভাইয়ের হাতে ভাই খুন

বগুড়ার নন্দীগ্রামে বাড়ির সীমানায় সজিনার গাছ লাগানোকে কেন্দ্র করে বিরোধে ভাই-ভাতিজাদের মারপিটে মানিক শাহ (৪০) নামে একজন নিহত হয়েছে। শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে ৪ টারদিকে উপজেলার ভাটরা ইউনিয়নের নাগরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, নাগরকান্দি গ্রামের ময়েন উদ্দিন শাহর ছেলে মানিক শাহ তার বাড়ির সীমানায় সজিনার গাছ লাগাতে গেলে চাচাতো ভাই জাহাঙ্গীর আলম শাহ এবং তার ছেলে রুহুল আমিন ও রুহুল আমিনের শ্যালক মোতালেব হোসেনের সাথে কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে তারা বেদম কিল-ঘুষি ও লাঠি দিয়ে মানিক শাহাকে মারপিট করে। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। 

থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করি। পরে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামিরা পলাতক রয়েছে। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে।