নন্দীগ্রামে বুড়ইল ইউপি নির্বাচন, ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রকাশ : 2022-05-17 19:45:10১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে বুড়ইল ইউপি নির্বাচন, ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আগামী ১৫ জুন নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। ১৭ মে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো। এছাড়াও ৩টি সংরক্ষিত মহিলা আসনে ১৪ জন ও ৯টি ওয়ার্ডে ৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক, জিয়াউর রহমান, ভবেশ চন্দ্র, রুহুল আমিন হিমেল ও আহসানুল হক। আগামী ১৯ মে প্রার্থীতা বাছাই ও ২৬ মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। এরপর প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেন।