নন্দীগ্রামে বুড়ইল ইউপি নির্বাচনে নৌকা বিজয়ের লক্ষে গণসংযোগ

প্রকাশ : 2022-06-13 15:39:24১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে বুড়ইল ইউপি নির্বাচনে নৌকা বিজয়ের লক্ষে গণসংযোগ

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা বিজয়ের লক্ষে গণসংযোগ করেছে যুবলীগ নেতারা । রবিবার বিকেলে ভদ্রদিঘী বাজার, বুড়ইল বাজার, ধুন্দার বাজার ও তুলাশন বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাওছার হামিদ রুবেল, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক এনামুল হক মনির, সদস্য কামরুজ্জামান কাজল, বগুড়া শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মানিক, উপজেলা যুবলীগের সহসভাপতি এমআর জামান রাসেল, সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেনজির, জিল্লুর রহমান রয়েল, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন সুমন, ইউনিয়ন যুবলীগের সভাপতি লিটন কুমার চৌহান,  উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, যুবলীগ নেতা আব্দুল মান্নান মোল্লা, রইছ উদ্দিন, আসকান আলী, শাহীন আলম ও খগেন্দ্রনাথ প্রমুখ।