নন্দীগ্রামে বিভিন্ন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ : 2023-02-07 14:29:52১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে বিভিন্ন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রামে বিভিন্ন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডলের সভাপতিত্বে এ কর্মশালায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন, মেডিকেল অফিসার ডা. জ্যোর্তিময় কবিরাজ, থালতা মাঝগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ।

উক্ত কর্মশালায় কোভিড-১৯ সংক্রমণ রোধে জনসচেতনতা, বাল্যবিবাহের কুফল, তামাক ও তামাক জাতীয় পণ্য ব্যবহারে স্বাস্থ্যগত সমস্যা, মাতৃমৃত্যু এবং শিশুমৃত্যু রোধে করণীয়, শুদ্ধাচার ও ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। কর্মশালায় অংশগ্রহণ করেন জনপ্রতিনিধি, সাংবাদিক, ইমাম, পুরহিত, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এনজিও প্রতিনিধিসহ অন্যান্যরা।