নন্দীগ্রামে বিকাশ এজেন্টকে পথরোধ করে হত্যার চেষ্টা, চার লাখ টাকা ও মোবাইল ছিনতাই

প্রকাশ : 2025-01-18 12:54:55১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে বিকাশ এজেন্টকে পথরোধ করে হত্যার চেষ্টা, চার লাখ টাকা ও মোবাইল ছিনতাই

বগুড়ার নন্দীগ্রামে শাহজাহান আলী (৪৬) নামে এক বিকাশ এজেন্টকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। সেসময় তার কাছে থাকা নগদ চার লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায় তারা। শাহজাহান আলী নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মুরারীদিঘী গ্রামের মৃত আকবর আলীর ছেলে। বিলম্বেপ্রাপ্ত খবরে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে ভাটরা ইউনিয়নের কুমিড়া পন্ডিতপুকুর বাজার থেকে মুরারীদিঘী গ্রামে বাড়ি ফেরার পথে ঘটনাটি ঘটে। 

শাহজাহান আলী প্রতিদিনের মতো তার দোকানের ব্যবসায়ীক কাজ শেষ করে বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে কুমিড়া পন্ডিতপুকুর বাজার থেকে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। সেসময় মাঝপথে তিনজন দুর্বৃত্ত তার পথরোধ করে। এরপর তাকে মারপিট ও রামদা দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করলে সে চিৎকার শুরু করে। তখন স্থানীয় লোকজন এগিয়ে আসে। সেসময় দুর্বৃত্তরা নগদ চার লাখ টাকা ও দুইটি মোবাইল ফোন নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে শাহজাহান আলীকে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। খবর পেয়ে নন্দীগ্রাম থানা ও কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্বৃত্তদের ফেলে যাওয়া ২০ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও একটি রামদা উদ্ধার করে। 

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া মোবাইল ফোনের সূত্রধরে জড়িত তিনজনকে শনাক্ত করা হয়েছে এবং রাতেই তাদের বাড়িতে অভিযান চালানো হলে তাদের পাওয়া যায়নি। তিনি আরো বলেন, শাহজাহান আলীর গলায় আঘাত থাকার কারণে তিনি কথা বলতে পারছেন না। সুস্থ হলে কতো টাকা ছিনতাই হয়েছে তা নিশ্চিত হওয়া যাবে।