নন্দীগ্রামে বিএনপির দুই সাবেক সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার
প্রকাশ : 2026-01-15 16:56:32১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে বিএনপির দুই সাবেক সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি একে আজাদ ও পৌর বিএনপির সাবেক সভাপতি কামরুল হাসান জুয়েলকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিলো। বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ১৪ জানুয়ারি তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
একে আজাদ ও কামরুল হাসান জুয়েল বিষয়টি জানার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও বগুড়া-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে বগুড়া-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় আমি আনন্দিত হয়েছি। আর তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে বিএনপির লোক বিএনপির ঘরে ফিরে এসেছে। নতুন-পুরাতন সবাই মিলে বিএনপির পতাকাতলে এসে আগামীদিনে এক সাথে কাজ করবো ইনশাআল্লাহ।