নন্দীগ্রামে বাল্যবিবাহ বন্ধ করে দিলেন ইউএনও
প্রকাশ : 2021-09-07 19:18:20১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে অষ্টম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়ে তার লেখাপড়ার দায়িত্বগ্রহণ করলেন ইউএনও। নন্দীগ্রাম পৌরসভার ৭ নং ওয়ার্ডের কলেজপাড়ায় এক অষ্টম শেণির ছাত্রীকে বাল্যবিবাহ দেওয়ার কথা জানতে পেরে রবিবার উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত বিয়ে বাড়িতে উপস্থিত হন।
এরপর তিনি অষ্টম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়ে প্রাপ্ত বয়স্ক বরকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৭ দিনের কারাদন্ড প্রদান করেন তিনি। সেই সাথে স্কুল ছাত্রীর বাবার নিকট থেকে একটি মুচলেকা আদায় করে। ওই ছাত্রীর লেখাপড়ার দায়িত্বগ্রহণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত।