নন্দীগ্রামে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ : 2022-03-02 19:07:47১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রামে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। 

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শাহনেওয়াজ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা ও প্রভাষক রাব্বী হোসাইন প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।