নন্দীগ্রামে ফারমার্স আইটি স্কুল উদ্বোধন
প্রকাশ : 2022-03-14 19:41:39১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে ফারমার্স আইটি স্কুল উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪ মার্চ) দুপুর ১২ টায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে কৃষকদের জন্য ফারমার্স আইটি স্কুল উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউল হক।
সেসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য্য, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নজরুল ইসলাম ও উপসহকারী কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম প্রমুখ। এছাড়াও জেলা প্রশাসক জিয়াউল হক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।