নন্দীগ্রামে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন   

প্রকাশ : 2024-11-06 17:51:40১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন   

বগুড়ার নন্দীগ্রামে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে ২০২৪-২০২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নন্দীগ্রাম উপজেলায় ১০০জন গম, ১৫০জন ভুট্টা, ৪০০০জন সরিষা, ২০জন শীতকালীন পেঁয়াজ, ১০জন মুগ, ৬০জন মসুর ও ১০ জন খেসারী চাষিদের মাঝে বিনামূল্যেে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)ও সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার। 

সেসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রাণী রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রাণী দাস, উপজেলা প্রকৌশলী এজাজুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলাম, শাহারুল ইসলাম, নাজমুল হক, সুজন কুমার, শাহাদত হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী মোখলেছার রহমান প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক জানান, রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এবার কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নন্দীগ্রাম উপজেলায় মোট ৪৩৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে পর্যায়ক্রমে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে।