নন্দীগ্রামে প্রচন্ড তাপদাহে হিট স্ট্রোক থেকে রক্ষা করতে মেয়রের উদ্যোগে ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ
প্রকাশ : 2024-04-29 18:06:17১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
প্রচন্ড তাপদাহে হিট স্ট্রোক থেকে রক্ষা করতে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের উদ্যোগে এবং নন্দীগ্রাম পৌর ছাত্রলীগের সহযোগিতায় সাধারণ পথচারী, রিকশাচালক, ভ্যানচালক ও শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্যে ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
রবিবার (২৮ এপ্রিল) দুপুরে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ উদ্বোধন করেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান।
সেসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ফিরোজুর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান রাজ্জাক, নন্দীগ্রাম পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-জাহিদ, সাংগঠনিক সম্পাদক রাব্বী হোসেন ও ২নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তালহা প্রমুখ।