নন্দীগ্রামে পাথর ভর্তি ট্রাকে ৫০ কেজি গাঁজা
প্রকাশ : 2022-07-31 13:50:38১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে পাথর ভর্তি ট্রাক থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। সেসময় ওই ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ট্রাক চালক পাবনা জেলার ঈশ^রদী উপজেলার চরমিরকামারী গ্রামের ইব্রাহীম আলী প্রামাণিকের ছেলে তুহিন আলম (২৫) ও হেলপার দাশুরিয়া গ্রামের হাসেম আলীর ছেলে হাসিবুল ইসলাম (২৩)।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩১ জুলাই) ভোর আনুমানিক ৫টারদিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম পৌর এলাকায় সেলিনা ফিলিং স্টেশনের কাছ থেকে ঢাকা মেট্রো-ট-২৫-২৯১৯ একটি পাথর ভর্তি ট্রাকে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধারসহ ওই দুই জনকে আটক করা হয়। থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।