নন্দীগ্রামে নাশকতা মামলায় জাসদ নেতা রুস্তম গ্রেপ্তার
প্রকাশ : 2025-08-25 18:54:28১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

বগুড়ার নন্দীগ্রামে নাশকতা মামলায় জাসদ নেতা ও নন্দীগ্রাম উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি একেএম মাহবুবার রহমান রুস্তম (৫৫) কে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।
রবিবার (২৪ আগস্ট) দুপুরে নন্দীগ্রাম উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সামনে থেকে নন্দীগ্রাম থানা পুলিশ তাকে নাশকতা মামলায গ্রেপ্তার করেন। এরপর সোমবার (২৫ আগস্ট) সকালে নন্দীগ্রাম থানা পুলিশ তাকে বগুড়া কোর্ট হাজতে নিয়ে যায়। গ্রেপ্তারকৃত একেএম মাহবুবার রহমান রুস্তম নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের দলগাছা গ্রামের মৃত মজিবর রহমান ছেলে এবং বগুড়া জেলা জাসদের সভাপতি ও বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেনের ছোট ভাই। তিনি নন্দীগ্রাম উপজেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা জাসদ নেতা।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, তাকে নাশকতা মামলায় গ্রেপ্তার করে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।