নন্দীগ্রামে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত
প্রকাশ : 2026-01-03 17:23:33১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
'প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়' এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম ও নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান প্রমুখ। সেসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় থেকে বিভিন্ন পর্যায়ে সুবিধাপ্রাপ্ত নারী-পুরুষ এবং শিশুরাও উপস্থিত ছিলেন। পরে ২৬জন সদস্যের মাঝে ক্ষুদ্র ঋণের টাকা বিতরণ করা হয়।