নন্দীগ্রামে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের যোগদান

প্রকাশ : 2025-10-01 18:23:25১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের যোগদান

বগুড়ার নন্দীগ্রামে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম যোগদান করেছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন। রাষ্ট্রপতির আদেশক্রমে ২৮ সেপ্টেম্বর রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের (মাঠ প্রশাসন শাখা) সিনিয়র সহকারী কমিশনার মাহমাদুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের প্রেক্ষিতে তিনি নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। 

তাকে নন্দীগ্রাম অফিসার্স ক্লাবের সদস্যরা ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন। তিনি এর আগে খুলনা জেলার দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। 

উল্লেখ্য, আগের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. লায়লা আঞ্জুমান বানু অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়ে টাঙ্গাইল জেলায় বদলি হয়ে যায়। এরপর কিছুদিন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। তার নিকট থেকেই নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম দায়িত্বভার গ্রহণ করেছেন।