নন্দীগ্রামে ধানের শীষে ভোট প্রার্থনা করছেন আলাউদ্দিন সরকার
প্রকাশ : 2025-11-01 11:23:17১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে তিনি নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সরিষাবাদ গ্রামে ডোর টু ডোর এ লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
সেসময় তার সাথে ছিলেন বুড়ইল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মতিউর রহমান মুসাসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করা হবে। যার সুফল পাবে দেশের জনগণ। তাই বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেনের নির্দেশনায় জনগণের মাঝে ৩১ দফা তুলে ধরে ধানের শীষে ভোট প্রার্থনা করেছি। এ কার্যক্রম গোটা নন্দীগ্রাম উপজেলায় চলমান রয়েছে।