নন্দীগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন 

প্রকাশ : 2022-09-14 16:01:20১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন 

বগুড়ার নন্দীগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষে ১২-১৫ সেপ্টেম্বর সকাল ৮টা হতে দুপুর ১২ টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের ব্যানারে এ কর্মবিরতি পালন করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের জানান, আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষে আমরা এ কর্মসূচি পালন করছি।