নন্দীগ্রামে দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসন  

প্রকাশ : 2025-09-26 18:28:38১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসন  

রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রোহান সরকার। 

এবার নন্দীগ্রাম উপজেলায় সর্বমোট ৪৭টি দুর্গাপূজা মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। কোথাও কেউ যেনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে এজন্য ৪৭টি দুর্গাপূজা মন্ডপে পুলিশ ও আনসার সদস্যরা সবসময় পাহারায় নিয়োজিত থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রোহান সরকার বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক খোঁজ খবর নেন। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রোহান সরকার বলেন, দুর্গাপূজাকে ঘিরে কোথাও যেনো কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য উপজেলা প্রশাসন সবসময় তৎপর রয়েছে। তিনি আরো বলেন, ইতোমধ্যেই প্রতিটি দূর্গাপূজা মন্ডপের জন্য ৫০০ কেজি করে সরকারি চাল প্রদান করা হয়েছে। আশা করি এবারো ব্যাপক উৎসবমুখর পরিবেশে নন্দীগ্রাম উপজেলায় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।