নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা লেগে নির্মাণ শ্রমিক নিহত
প্রকাশ : 2025-05-24 17:41:22১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

বগুড়ার নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা লেগে ইমরান হোসেন (১৬) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। শনিবার (২৪ মে) সকালে বগুড়া-নাটোর মহাসড়কের ওমরপুর বাসস্ট্যান্ডের দক্ষিণে পদ্মপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান হোসেন নন্দীগ্রাম পৌর এলাকার ফোকপাল দক্ষিণপাড়ার শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ইমরান হোসেনসহ একদল শ্রমিক কাজের জন্য বাড়ি থেকে ভটভটি যোগে বের হয়। পথিমধ্যে ওমরপুর বাসস্ট্যান্ডের দক্ষিণে পদ্মপুকুর এলাকায় পৌঁছিলে রাস্তার পার্শ্বে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ইমরান হোসেনর মাথার সজরে ধাক্কা লাগে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নির্মল চন্দ্র বলেন, রোড এক্সিডেন্টের বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি।