নন্দীগ্রামে ঢেউটিন এবং গৃহনির্মাণ বাবদ চেক বিতরণ 

প্রকাশ : 2021-08-29 15:12:12১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে ঢেউটিন এবং গৃহনির্মাণ বাবদ চেক বিতরণ 

বগুড়ার নন্দীগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত প্রাকৃতিক দুর্যোগ-অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে ঢেউটিন এবং গৃহনির্মাণ বাবদ চেক বিতরণ করা হয়েছে। রবিবার (২৯ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে ঢেউটিন এবং গৃহনির্মাণ বাবদ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ। প্রাকৃতিক দুর্যোগ-অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে মোট ১০৫ বান্ডিল ঢেউটিন ও ৩ লাখ ৯৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের।