নন্দীগ্রামে ডাকনী কালীমাতা মন্দির নির্মাণ কাজের ভিত্তিস্থাপন

প্রকাশ : 2022-02-28 19:11:44১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে ডাকনী কালীমাতা মন্দির নির্মাণ কাজের ভিত্তিস্থাপন

বগুড়ার নন্দীগ্রামে ডাকনী কালীমাতা মন্দির নির্মাণ কাজের ভিত্তিস্থাপন করা হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ২ টায় নন্দীগ্রাম ডাকনীতলায় এ ভিত্তিস্থাপন করেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান। 

সেসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত, আওয়ামী লীগ নেতা স্বপন চন্দ্র মহন্ত, শামীম শেখ, নন্দীগ্রাম পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম অপু, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আবু সাঈদ মিলন, শ্রীশ্রী ডাকনী কালীমাতা মন্দির কমিটির সভাপতি সুভাষ চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র মহন্ত প্রমুখ।