নন্দীগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
প্রকাশ : 2025-10-12 18:13:59১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

বগুড়ার নন্দীগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (বিজরুল) সভাকক্ষে টাইফয়েড ঠিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম।
সেসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, থানার উপপরিদর্শক সাম মোহাম্মদ, ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য হাসেম আলীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীগণ।
উল্লেখ্য, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণী/সমমান সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ করে টাইফয়েড টিকা প্রদান করা হবে।