নন্দীগ্রামে জামায়াত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজের নির্বাচনী প্রচারণা 

প্রকাশ : 2025-09-20 10:33:40১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে জামায়াত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজের নির্বাচনী প্রচারণা 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনভর নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বগুড়া-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত চলছে তার নির্বাচনী প্রচার-প্রচারণা। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। সেই সাথে সভা-সমাবেশেও করছেন ভোট প্রার্থনা। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকেই নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন হাট-বাজারে উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা ও নির্বাচনী সভায় ব্যস্ত সময় পার করেন তিনি। দিনব্যাপী গণসংযোগ শেষে সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ একাব্বর হোসেনের সভাপতিত্বে ও নন্দীগ্রাম পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল আলিমের সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এবং বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু ও জামায়াতে ইসলামী মনোনীত ১নং বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক হুসাইন মোহাম্মদ মানিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের উপজেলা শাখার সভাপতি শেখ সাদী ও নন্দীগ্রাম পৌর জামায়াতে ইসলামীর অর্থ সম্পাদক আব্দুস সাত্তার প্রমুখ।