নন্দীগ্রামে জাতীয় সংবিধান দিবস পালিত 

প্রকাশ : 2023-11-04 16:38:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে জাতীয় সংবিধান দিবস পালিত 

বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন। 

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, উপজেলা সমবায় কর্মকর্তা ঝরনা রাণী দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ। সভাটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা।